সমাস পর্ব - ০১

 সমাস
------------------------------------------
সমাস শব্দের ব্যুৎপত্তি হল সম+√আস্+অ।
'সমাস' শব্দটির অর্থ 'সংক্ষেপ', একাধিক পদ বা শব্দের একপদীকরণ।
যেমনঃ সিংহ চিহ্নিত আসন = সিংহাসন ।

সমস্যমান পদঃ যে যে পদের সমাস হয়, তাদের প্রত্যেককে সমস্যমান পদ বলে। উপরের বাক্যে 'সিংহ', 'চিহ্নিত', 'আসন' প্রত্যেকটি সমস্যমান পদ।

সমস্ত পদঃ সমস্যমান পদগুলো মিলিত হয়ে যে একপদে পরিণত হয়, তাকে সমস্ত পদ বলে। একে সমাসবদ্ধ পদও বলা হয়। উপরের বাক্যে 'সিংহাসন' শব্দটি সমস্ত পদ।

ব্যাসবাক্যঃ সমাসবদ্ধ পদটিকে ব্যাখ্যা করার জন্য যে বাক্য তৈরি করা হয়, তাকে ব্যাসবাক্য বলে। একে সমাসবাক্য বা বিগ্রহবাক্যও বলে। উপরের বাক্যে 'সিংহ চিহ্নিত আসন' হলো 'সিংহাসন' শব্দটির ব্যাসবাক্য।

পূর্বপদ ও পরপদঃ সমাসযুক্ত পদের প্রথম অংশকে পূর্বপদ বলে এবং শেষ অংশকে পরপদ বা উত্তরপদ বলে। উপরের বাক্যে 'সিংহ' হলো পূর্বপদ এবং 'আসন' হলো পরপদ।

Nazmul Islam Lizan

 


No comments

Powered by Blogger.