গতির লেখচিত্র

 বেগঃ একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে , তাই বস্তুটির বেগ ।

ত্বরণঃ সময়ের সাথে কোনও বস্তুর বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে।

সুষম বেগঃ সময়ের সাথে গতিশীল কোনো বস্তুর যদি বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে তাহলে সেই বস্তুর বেগকে সুষম বেগ বা সমবেগ বলে।

সুষম ত্বরণঃ কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ঠ দিকে সবসময় একই হারে বাড়তে থাকে অর্থাৎ বেগ বৃদ্ধির হার যদি সমান থাকে, বেগ  তাহলে সে ত্বরণকে সুষম ত্বরণ বা সমত্বরণ বলে।

সুষম মন্দনঃ কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সবসময় একই হারে কমতে থাকে তাহলে সে মন্দনই হবে সমমন্দন বা সুষম মন্দন।

অসম ত্বরণঃ কোন বস্তুর বেগ বৃদ্ধির হার যদি সমান না থাকে, তবে সেই বস্তুর ত্বরণকে অসম ত্বরণ বলে।


Nazmul Islam Lizan



No comments

Powered by Blogger.